ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

এনজিওর নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনার পর ওসিকে বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, মার্চ ২০, ২০২৫
এনজিওর নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনার পর ওসিকে বদলি ওসি মো. নাজমূল হুদা

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় এনজিওর নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনার একদিন পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমূল হুদাকে বদলি করা হয়েছে। তাকে হোমনা থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) তিনি চান্দিনা থানার দায়িত্ব হস্তান্তর করেছেন।  

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকা থেকে এনজিওর এক পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে বৈদ্যুতিক শক দিয়ে নারী কর্মীকে যৌন হয়রানির ঘটনা ঘটে। ওসির উদাসীনতা ও দায়িত্ব অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর তোপের মুখে বিষয়টি আমলে নিতে বাধ্য হলেও যৌন হয়রানির ঘটনায় মামলা নেননি ওসি নাজমূল হুদা। যৌন হয়রানিকারীদের বাঁচাতে ওই ঘটনায় মারামারি ধারায় মামলা নেয় পুলিশ। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি নজরে আসে জেলা পুলিশ সুপারের। গত ১৯ মার্চ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের স্বাক্ষরিত এক চিঠিতে ওসিকে হোমনা থানায় ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার আদেশ দেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলামকে চান্দিনা থানার দায়িত্ব দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, চান্দিনা থানার ওসির বদলির আদেশে প্রশাসনিক কারণ দেখানো হয়েছে। বুধবার আমরা আদেশের কপি পেয়েছি, আজ (বৃহস্পতিবার) তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।