ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

জাতীয়

শ্যালকের হাতে দুলাভাই খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
শ্যালকের হাতে দুলাভাই খুন মো. রুহুল আমিন।

রাজশাহী: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রাজশাহী মহানগরীতে শ্যালকের হাতে দুলাভাই খুন হয়েছেন।  

শনিবার (২২ মার্চ) সকালে মহানগরীর শাহ মখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রুহুল আমিন (৪০)। তিনি কালুর মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে। অভিযুক্ত মিন্টু সম্পর্কে তার শ্যালক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারী জানান, রুহুল আমিন ও মিন্টু সম্পর্কে দুলাভাই-শ্যালক। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমি মাপতে গিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে শ্যালক মিন্টু হাসুয়া দিয়ে রুহুল আমিনকে কোপ দেন। এ সময় রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর অভিযুক্ত মিন্টু পালিয়ে গেছেন। বর্তমানে তাকে ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া খুনের ঘটনায় থানায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।