ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

জাতীয়

ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগ ও বিআরটিএর যৌথ অভিযান।

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে সড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগ ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে।

শনিবার (২২ মার্চ) ট্রাফিক মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকার মধ্যে কয়েকটি ওয়ার্কশপে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে ওই এলাকার পাঁচটি ওয়ার্কশপ পরিদর্শন করে তাদের বিভিন্ন ত্রুটিবিচ্যুতি শনাক্ত করে সতর্ক করে দেওয়া হয়। ঈদের আগে তারা যাতে কোনো লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন বাস মেরামত করে রাস্তায় নামাতে সহায়তা না করে সে মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।  

অভিযানে উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক মিরপুর বিভাগ; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক মিরপুর বিভাগ; বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক মিরপুর জোন ও ট্রাফিক মিরপুর বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ট্রাফিক মিরপুর বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি দারুস সালাম থানা পুলিশের একটি টিমও অভিযানে অংশগ্রহণ করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।