ঢাকা, সোমবার, ৯ চৈত্র ১৪৩১, ২৪ মার্চ ২০২৫, ২৩ রমজান ১৪৪৬

জাতীয়

যৌন নিপীড়নের চেষ্টাকারী সেই ব্যক্তিকে দেখেই শিশুর কান্না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
যৌন নিপীড়নের চেষ্টাকারী সেই ব্যক্তিকে দেখেই শিশুর কান্না প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করায় মাইনুদ্দিন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের তরফ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

 

শনিবার (২২ মার্চ) রাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পাঁচ বছরের সেই শিশুটি তার পরিবারের সঙ্গে আদাবর এলাকায় থাকে। অপরাধী মাইনুদ্দিন তাদের প্রতিবেশী ওই শিশুটিকে গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে ফুসলিয়ে তার বাসায় নিয়ে যান। সেখানে মাইনুদ্দিন শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি করলে তার মুখ চেপে ধরে পরে ছেড়ে দেন। এ ঘটনার পর শিশুটি কান্না করতে করতে বাসায় চলে যায়।

আজকে সেই অপরাধী মাইনুদ্দিন শিশুটির বাসার সামনে গেলে শিশুটি তাকে দেখেই ভয়ে চিৎকার করে কান্না করতে থাকে। পরিবারের সদস্যরা তার কান্নার কারণ জানতে চাইলে শিশুটি বিস্তারিত খুলে বলে। তখন তার পরিবারের লোকেরা পুলিশকে খবর দিলে মাইনুদ্দিনকে আটক করে থানায় নেওয়া হয়। পরে মামলার রেকর্ড হলে মাইনুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।