ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবীতে সৈয়দ সৌমিক আদ্রিব অরিক (২৭) নামে এক যুবককে ১২ ইঞ্চি একটি চাকুসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার কোমর থেকে কভারযুক্ত একটি চাকু বের করছে।
শনিবার (২২ মার্চ) রাতে পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাফিক মিরপুর বিভাগের মো. হোসাইন ইকবাল রাশেদ নামে এক সার্জেন্ট বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছে। মামলায় যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি ছিনতাইকারী। ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়।
সকাল ১১টায় সেতারা কনভেনশন হলের সামনে ছিনতাই করার সময় তাকে আটক করে দায়িত্বরত সেই সার্জেন্ট। পরে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, সেই যুবকের কোমর থেকে ১২ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করে। সেই যুবকের কাছ থেকে আরও উদ্ধার করা হয়, হাতুড়ি, একটি কাটারসহ অন্যান্য জিনিসপত্র। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এজেডএস/আরএ