ঢাকা, সোমবার, ১০ চৈত্র ১৪৩১, ২৪ মার্চ ২০২৫, ২৩ রমজান ১৪৪৬

জাতীয়

স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কিশোরগঞ্জ: কটিয়াদী উপজেলায় স্কুলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আশিক খাঁ (২৪) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

শনিবার (২২ মার্চ) উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

নিহত আশিক খাঁ (২৪) উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। তিনি স্থানীয় মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, শনিবার দুপুরে কটিয়াদী উপজেলার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি গঠন নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা আশিকের মৃত্যু হয়।

পরে আশিকের মৃত্যুর ঘটনা নিয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সহকর্মীকে হত্যার দায়ে জড়িতদের বিচার দাবি করেন তারা।

হোসেনপুর-কটিয়াদী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এমজে

 

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।