ঢাকা, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ দুজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ দুজন নিহত প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার নিমতলী এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকার শুকুর আলীর ছেলে অটোচালক হানিফ মিয়া (৩৫) ও মাজুখান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সাব্বির হোসেন (২৭)।  

গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা মীরের বাজারের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে অটোরিকশাটি পূবাইলের নিমতলী ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক হানিফ মিয়া ও যাত্রী সাব্বির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।