যশোরে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে তরিকুল (২৭) নামে ওই ব্যক্তিকে আটক করে।
এদিকে যশোরে ফের শিশু ধর্ষণচেষ্টার খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গভীর রাতে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
শনিবার (২২ মার্চ) রাতে যশোর সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
আটক তরিকুল চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের ফাজেল আলীর ছেলে। পেশায় তিনি বাবুর্চি। কাজ করেন যশোর বিমানবন্দর রানওয়ের কাছে ‘টেকঅফ’ নামে একটি ক্যাফেটেরিয়ায়। ভাড়া থাকেন ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনির জিশান নামে এক ব্যক্তির বাড়িতে।
তরিকুলকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়।
কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তরিকুল কাজ শেষে বাসায় ফিরে শিশুটিকে নিজ মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে তরিকুলকে হাতেনাতে ধরে পিটুনি দেয়।
একপর্যায়ে ৯৯৯ থেকে ফোন পেয়ে কোতোয়ালি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে আটক করে। তরিকুলকে রক্ষা করতে গিয়ে নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছে এসআই সাইফুল। যে কারণে তাকেও জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিতে হয়েছে।
তরিকুলকে কোতোয়ালি থানায় নিলে রাত ১টার দিকে সেখানে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাত আড়াইটা পর্যন্ত তারা থানা ঘেরাও করে স্লোগান দেন।
গণপিটুনিতে আহত তরিকুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের কাছে দাবি করেন, শনিবার রাতে কাজ শেষ করে বাড়িতে ফিরলে শিশুটির নানি স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার ওপরে হামলা চালায়। তবে ঘটনার সময় তিনি নিজ মোবাইলে নারী-পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখছিলেন বলে স্বীকার করে জানান, ভিডিওটি স্ত্রীর সঙ্গে তার।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বজলুর রশিদ টুলু জানিয়েছেন, অভিযুক্তকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় আঘাত রয়েছে। পুলিশের এসআই সাইফুলকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আরএ