ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

খাল উদ্ধারের আবেদন করায় মামলা দিয়ে হয়রানি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
খাল উদ্ধারের আবেদন করায় মামলা দিয়ে হয়রানি!

ঢাকা: কুমিল্লায় সরকারি খাল উদ্ধারের আবেদন করায় এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে কুমিল্লার কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন দীর্ঘদিন লন্ডনে বসবাস করা মনিরুল আলম।

তার বাড়ি কুমিল্লা সিটি করপোরেশনের রেসকোর্স এলাকার ধানমন্ডি রোডে। বর্তমানে তিনি দেশে আউটসোর্সিং বিজনেস করছেন এবং আইন বিষয়ে পড়াশোনা করছেন।

সংবাদ সম্মেলনে মনিরুল আলম দাবি করেন, কুমিল্লা সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদ (বর্তমানে পলাতক) সরকারি খাল দখল করে একটি মার্কেট নির্মাণ করছেন। কুমিল্লা সিটির রেসকোর্সে অবস্থিত সেই মার্কেট ভেঙে সরকারি খাল উদ্ধারের জন্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার জেলা প্রশাসক বরাবর আবেদন করেন মনিরুল। পাশাপাশি হাইকোর্টেও একটি রিট আবেদন করেন। এ জন্য তার বাড়িতে ডাকাতি ও ভাঙচুর করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন দাবি করে মনিরুল আরও বলেন, এ জন্য গত বছর ২১ জুলাই আমার নামে দুটি মামলা করে আওয়ামী সরকারের দোসররা, যা বিপ্লব পরবর্তী সরকারের নির্বাহী আদেশে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। অতীতে মিথ্যা মামলা দিয়ে আমাকে ঘায়েল করতে ব্যর্থ হওয়ায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাভেদ এখন তার দোসর ও খাল দখলকারী দিয়ে কোতয়ালী থানার ওসি মহিনুল ইসলামকে মোটা অংকের টাকা দিয়ে আমার বিরুদ্ধে আরও ৮টি মিথ্যা মামলা দিয়েছে। যাতে আমি সরকারি খালটি উদ্ধারের ব্যাপারে আর কোনো পদক্ষেপ নিতে না পারি।

তিনি আরও দাবি করেন, মামলা দায়েরের পর ওসি মহিনুল তাকে গ্রেপ্তার করে থানার লকাপে ঢুকিয়ে ছাত্রলীগের ক্যাডারদের দিয়ে গত ১০ অক্টোবর তার বাড়িতে ডাকাতি করে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এজন্য তিনি ২৯ অক্টোবর একটি ডাকাতি মামলাও দায়ের করেছেন। তবে মামলা দায়ের করে বাসায় আসার পরপরই তাকে আবার গ্রেপ্তার করে নিয়ে যান ওসি মহিনুল।

মনিরুল বলেন, আমি এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি। পাশাপাশি এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।