ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

সাবেক মন্ত্রী কামাল ইউসুফের সহধর্মিণীর মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
সাবেক মন্ত্রী কামাল ইউসুফের সহধর্মিণীর মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল

ফরিদপুর: ফরিদপুরে সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের মা শায়লা কামালের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মরহুমার কন্যা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, মরহুমার কন্যা চৌধুরী শাদাফ ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইউম জঙ্গি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাসাস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় আলেম উলামারা।

এ সময় বক্তারা সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার পূর্ব পুরুষদের অবদানের কথা তুলে ধরে দোয়া করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।