ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

সেতুর গার্ডারের ফাঁকে আটকে পড়া শিশু ৩ ঘণ্টা পর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
সেতুর গার্ডারের ফাঁকে আটকে পড়া শিশু ৩ ঘণ্টা পর উদ্ধার

নওগাঁ: সেতুর দুই গার্ডারের মাঝের ফাঁকা স্থানে বাসা বেঁধেছে কবুতর। সেই কবুতর ধরতে দুই গার্ডারের মাঝে ঢুকে নূর মোহাম্মদ (৯)।

কিন্তু বিপত্তি বাঁধে বের হওয়ার সময়। দুই গার্ডারের মাঝ থেকে শিশুটি আর বের হতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের তিন ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।  

নূর মোহাম্মদ নওগাঁ পৌরসভার কাঁঠালতলী এলাকার রিপন হোসেনের ছেলে। উদ্ধারের পর শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। সে পৌরসভার উপশেরপুর এলাকায় তার নানার বাড়িতে আছে।  

জানা যায়, শিশু নূর মোহাম্মদ কয়েক দিন আগে পৌরসভার উপশেরপুর এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নূর মোহাম্মদ নানাবাড়ির পাশে সুলতানপুর সেতুর দুই গার্ডারের মাঝে ফাঁকা জায়গায় বাসা বাঁধা বুনো কবুতর ধরতে যায়। এ সময় তার সঙ্গে আরও দুজন শিশু ছিল। কবুতর ধরার জন্য নূর মোহাম্মদ সেতুর উত্তর রেলিংয়ের (সীমানা ওয়াল) পাশে দুই গার্ডারের মাঝে প্রবেশ করে। কিন্তু সে আর বের হতে পারছিল না। বিপদ বুঝতে পেরে নূর মোহাম্মদকে উদ্ধারের জন্য সঙ্গে থাকা অন্য শিশুরা তার নানার বাড়িতে খবর দেয়। ঘটনাটি জানার পর শিশুটির স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর শিশু নূর মোহাম্মদকে উদ্ধার করে।  

এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে উদ্ধার কার্যক্রম দেখতে সুলতানপুর সেতুর ওপর ও নদীর দুই তীরে শত শত মানুষ জড়ো হন।  

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি বলেন, এটি অত্যন্ত জটিল উদ্ধার অভিযান ছিল। সুরঙ্গটি খুব সরু হওয়ায় সরাসরি প্রবেশ করা সম্ভব হয়নি। শিশুটিকে মানসিকভাবে স্বস্তি দিয়ে বিশেষ কৌশলে ধাপে ধাপে বের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।