ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা দিবসে নরসিংদীবাসী উপহার পেল কমিউটার ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
স্বাধীনতা দিবসে নরসিংদীবাসী উপহার পেল কমিউটার ট্রেন নরসিংদী কমিউটার ট্রেন

মহান স্বাধীনতা দিবসে নরসিংদীবাসীর বহুল প্রত্যাশিত নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি ভৈরব রেলস্টেশন থেকে রওনা হয়।

পথে রায়পুরা উপজেলার দৌলতপুর ও মেথিকান্দা স্টেশনে যাত্রা বিরতি দিয়ে সকাল সাড়ে ৭টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়।  

এসময় সাধারণ যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এসময় রেলওয়ে প্যাসেঞ্জার কমিউনিটি যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ১০৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, নরসিংদী স্টেশনে যাত্রীর বেশি চাপ থাকার কারণে ভৈরব থেকে একটি কমিউটার ট্রেন চালুর দাবি করে আসছিল নরসিংদীবাসী। টিকেট কিনেও আসন না পেয়ে দাঁড়িয়ে নরসিংদী থেকে ঢাকায় যাতায়াত করতে হতো কয়েক হাজার চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রীদের। এজন্য তারা দীর্ঘদিন ধরে নরসিংদীর জন্য একটি কমিউটার ট্রেনের দাবি করে আসছিল। তারা মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপিও দিয়েছিল। তবে ইঞ্জিন ও কোচ সংকটের কারণে এতদিন বাস্তবায়ন হয়নি দাবিগুলো। তবে এই ট্রেনটি চালু হওয়ায় নরসিংদী থেকে ঢাকাগামী সরকারি-বেসরকারি অফিসের চাকরিজীবী ও সাধারণ মানুষ স্বল্প খরচে বাড়ি থেকে গিয়েই অফিস করতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরতে পারবে।  

নরসিংদী কমিউটার ট্রেনে ১১টি বগি রয়েছে। এর মধ্যে একটি বগি নারীদের জন্য। ট্রেনটি ভৈরব থেকে যাত্রা শুরু করে নরসিংদীসহ নয়টি স্টেশনে যাত্রাবিরতি দেবে। মাত্র ৩০ টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে ভৈরব যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা। এ ছাড়াও নারীদের জন্য আলাদা একটি কোচ দেওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যাত্রীরা।

নরসিংদী রেলওয়ে স্টেশনে আবুল হোসেন নামে এক যাত্রী বলেন, বুধবার নরসিংদীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আমরা একটি ট্রেনের জন্য অনেকদিন দাবি জানিয়ে আসছিলাম। আজকে ট্রেন উদ্বোধনের মাধ্যমে ঢাকাগামী যাত্রীদেও দীর্ঘদিনের দুভোর্গ ও কষ্ট দূর হবে। মানুষ এখন আনন্দে যাতায়াত করতে পারবে।

আরেক যাত্রী উত্তম সাহা বলেন, প্রতিদিন কয়েক হাজার যাত্রী টিকিট কেটেও সিট না পেয়ে যাতায়াত করে। অনেক কষ্টে বয়স্ক, নারী-পুরুষদের যাতায়াত করতে হয়। এই ট্রেন চালুর মাধ্যমে কম সময়ে ও স্বল্প খরচে নরসিংদীবাসী যাতায়াত করতে পারবে। ফলে নরসিংদীর চাকরিজীবীরা আর ঢাকামুখী হবে না, তারা বাড়ি থেকে গিয়েই অফিস করতে পারবে। ফলে নরসিংদীর অর্থনৈতিক ও ব্যবসায়িকভাবে লাভবান হবে।

নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবদুল মান্নান বলেন, কমিউটার ট্রেন চালুর মাধ্যমে নরসিংদীবাসী দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। ট্রেনটি চারবার ঢাকা-ভৈরব আপডাউন করবে। তবে বর্তমানে দিনে দুবার আপডাউন করবে। নরসিংদী কমিউটার ট্রেনটি চালু হওয়ায় চাকরিজীবী মানুষ কম খরচে ঢাকায় গিয়ে অফিস করতে পারবেন।  
অপরদিকে নরসিংদীবাসীর দীর্ঘদিনের একটি দাবি প্রতিফলিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।