ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

জাতীয়

চায়ের দোকানে যুবককে ফিল্মি স্টাইলে গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
চায়ের দোকানে যুবককে ফিল্মি স্টাইলে গুলি

খুলনা: খুলনায় চায়ের দোকানে কামাল নামের এক যুবককে ফিল্মি স্টাইলে গুলি ও ধারালো অস্ত্রের দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানের সামনে ঘটনা ঘটে।

আহত কামাল মহানগরীর মুক্তা কমিশনার কালভার্ট এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, কামাল পশ্চিম টুটপাড়া জুলহাসের চায়ের দোকানে আসেন ইফতারির পর। এর কিছুক্ষণ পর ৬/৭ মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাকে দোকান থেকে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। যাওয়ার আগ মুহূর্তে তাকে পর পর দুটি গুলি করে। তাদের দুটি গুলি কামালের নিতম্বে লাগে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। কামালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, আহত কামাল মাদক মামলার আসামি। তার বিভিন্ন অপরাধীদের সাথে যোগাযোগ রয়েছে। পুলিশ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা কামালের ডান এবং বাম পায়ের তিনটি স্থানে, ডান হাতের কবজিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ডান ও বাম পায়ের উরুতে দুটি গুলি করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।