বান্দরবান: মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশি আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার- ৪৯/এস এর শূন্য লাইন থেকে আনুমানিক ৩শ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখল করা আমতলী (ইনতোলা) ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় আরকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে স্থানীয় বাংলাদেশি নাগরিকরা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত মোহাম্মদ বাবু নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বাহির মাঠ গ্রামের বাদশা মিয়ায় ছেলে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হওয়ায় সংবাদ নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ির তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকায় বাংলাদেশ-মিয়ানমারের কাঁটাতারের বেড়ার পাশে মিয়ানমার থেকে ছোঁড়া আরাকান আর্মির গুলিতে দুইজন বাংলাদেশি আহত হয়েছিল।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এএটি