ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি

চুয়াডাঙ্গা পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বিপুল জেলা সদর উপজেলার সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভাই বিপ্লব ও বন্ধু ওয়াশিমসহ মোটরসাইকেলযোগে ঈদের বাজার করতে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলেন বিপুল। পথে পৌর বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজন এবং ইজিবাইকের তিনজন আহত হন। আহত পাঁচজনকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদের মধ্যে বিপ্লব ও ওয়াশিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।