ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর রাতে উপজেলার চর মোজাম্মেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. হারুন দফাদার (৫০), মো. রুবেল (২৬), মো. কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) এবং মো. ফেরদৌস ওরফে হেজু (৪০)। এরা সবাই ভোলার তজুমদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকার বাসিন্দা।
আটক ডাকাত ও জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোস্টগার্ড জানিয়েছে, চর মোজ্জাম্মেল এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ৫ জন সক্রিয় সদস্যকে ৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট ফ্লেয়ার সহ আটক করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
আরএ