ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৪৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
যাত্রাবাড়ীতে ৪৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩  গ্রেপ্তার তিন মাদক কারবারি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৬ হাজার ৯০০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) রমনা বিভাগ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

 

যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। গ্রেপ্তারদের নাম জানা যায়নি।

ডিবির রমনা বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রোডস্থ রায়েরবাগ এলাকার ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে চেকপোস্ট বসিয়ে একটি বাস তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৬ হাজার ৯০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করাসহ বাসটিও জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন মাদক কারবারিসহ ঢাকার আশেপাশের এলাকায় বিক্রয় করতেন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।