ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে চাচাকে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
গাজীপুরে চাচাকে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত হলেন- শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকার মো. তমিজ উদ্দিনের ছেলে সজিব মিয়া (২৮)।

অভিযুক্ত হলেন- নিহতের আপন ভাতিজা ও একই এলাকার শহীদ মিয়ার ছেলে মো. সৈকত (২০)।

শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম জানান, সজীব মিয়া মাদকাসক্ত ছিল। বৃহস্পতিবার বিকেলে সজিব মিয়ার সঙ্গে তার বড় ভাই শহীদ ও ভাতিজা সৈকতের ঝগড়া হয়। একপর্যায়ে সজিবকে তারা মারধর করে। পরে রাত ২টার দিকে বাসায় থাকা অবস্থায় সজিব মিয়া মারা যায়। ঘটনার পর স্থানীয়রা পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।