মৌলভীবাজার: একটি মাত্র ডিম বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়! আর একটি লেবু বিক্রি হয়েছে দেড় হাজার টাকায়। অবিশ্বাস্য হলেও এমনটা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) শবে কদরের রাতে নিলামে স্থানীয় দুই ব্যবসায়ী লেবু ও ডিম কিনে নেন।
মসজিদ কমিটির লোকজন জানান, শ্রীমঙ্গলের যাত্রাপাশা গ্রামের তাজু মিয়া মনের বাসনা পুরনে তার হাঁসের একটি ডিম নিয়ত করে মসজিদে অনুষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে দান করেন। এ দিন রাতে তারাবির নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে ডিমটির উন্মুক্ত নিলাম ডাকা হয়।
প্রথমেই ডিমটির দাম হাঁকা হয় ১০০ টাকা। পরে এ ডিমের দাম ওঠে ২২ হাজার টাকা। এই দামে একই ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ডিমটি কিনে নেন।
এরপর অপর আরেক মুসল্লির দান করা একটি লেবু এনে নিলামে ওঠানো হয়। লেবুটি কিনে নিতে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে স্বাভাবিক পর্যায়ে দাম ডাকা হয়। পরে দেড় হাজার টাকা দাম ওঠে। এটি কিনে নেন আলতাফ মিয়া নামের এক ব্যবসায়ী।
মসজিদের একাধিক মুসল্লি জানান, নিলামে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে সবার শান্তি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মসজিদের ইমাম মাওলানা মো. মাসুদ আহমদ এ মোনাজাত পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
বিবিবি/আরএইচ