ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, অস্ত্র উদ্ধার, আটক ১১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
খুলনায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, অস্ত্র উদ্ধার, আটক ১১

খুলনায় যৌথ বাহিনীর সঙ্গে কুখ্যাত সন্ত্রাসী কালা লাভলু বাহিনীর গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মহানগরীর আরামবাগ এলাকার একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানকালে এ গুলির ঘটনা ঘটে।

এতে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

এ সময় তিন পুলিশ সদস্য, নৌবাহিনীর এক সদস্য এবং সন্ত্রাসী বাহিনীর দুইজন আহত হয়। অভিযানে ১১ জন সন্ত্রাসীকে আটক, পাঁচটি আগ্নেয়াস্ত্র, দেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।  

গুলিবিদ্ধ ও গ্রেপ্তারকৃতরা হলেন-কালা লাভলু, শেখ পলাশ, সৈকত, মহিদুল, রব্বানী, আরিফুল, রাজন, শরিফ, ইমরানুজ্জামান, রিপন ও ইমরান।

আরামবাগ এলাকার একটি বাড়িতে কালা লাভলুসহ সন্ত্রাসীরা গোপন বৈঠক করছিল বলে পুলিশ জানিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান বলেন, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে আরামবাগ মসজিদের অপর পাশে একটি বিল্ডিংয়ে কালা লাভলু সন্ত্রাসী বাহিনীরা গোপন বৈঠক করছে। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনী এসে ঘেরাও করে। আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। সন্ত্রাসীরা কিছুক্ষণ পর পর গুলি করছিল আর অস্ত্র ও গুলি ফেলছিল। এসময় অনেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ১১ জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।