ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

টিকিট কালোবাজারি বন্ধ হওয়ায় ট্রেনে ঈদযাত্রায় স্বস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
টিকিট কালোবাজারি বন্ধ হওয়ায় ট্রেনে ঈদযাত্রায় স্বস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা 

ঢাকা: জিরো টলারেন্স নীতি, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়াসহ ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ হওয়ায় এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  

রোববার (৩০ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ট্রেনগুলো যে সময় ছাড়ার কথা, ঠিক সেই সময়ে ছেড়ে যাচ্ছে। কোনো ট্রেন দেরিতে ছেড়ে যাচ্ছে না। আর এ বছর কোনো ধরনের (টিকিট) কালোবাজারি হচ্ছে না। যাত্রীরা একই কথা জানিয়েছেন।  

তিনি বলেন, টিকিট কেনায় কোনো সমস্যা হচ্ছে না। আপনারা জানেন, আমাদের ২৫ শতাংশ যাত্রীদের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়। এবার সেটা দেওয়া হয়েছে। কিন্তু অনেক সময় মনে হয় স্ট্যান্ডিং যাত্রী কেন- ঈদের সময় বিবেচনায় সরকার এ ব্যবস্থা রেখেছে।  

যাত্রীদের সঙ্গে কী কথা হয়েছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপনারা সবই শুনেছেন। তারা স্বস্তিবোধ করছেন, খুশিতে গ্রামের বাড়ি যাচ্ছেন। আমি খুবই খুশি। আমার মনে হয়, আপনারাও খুশি। এবার ঈদযাত্রা ভালো হচ্ছে।  

ট্রেনের ছাদে যাত্রী নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ট্রেনের ছাদে যাত্রী ওঠা নিষেধ। আমরা চেষ্টা করছি ছাদে কাউকে উঠতে না দিতে। এক্ষেত্রে সবাইকে আরও সচেতন হতে হবে। অনেক সময় শেষ সময়ে লাফ দিয়ে ছাদে উঠে যান, তখন তো কাউকে টেনে নামাতে গেলে এক্সিডেন্ট হওয়ার শঙ্কা থাকে। অনেক সময় ভেতরে ফাঁকা থাকলেও যাত্রীরা ছাদে ওঠেন, তাদের সচেতন করতে হবে।  
 
আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার আমাদের পদক্ষেপের মধ্যে ছিল- জিরো টলারেন্স এবং কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া। কোনো রকমের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিইনি।  

তিনি বলেন, রেলের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিলো তারা যেন ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেন। অনেক সময় আপনারা দেখেছেন, কালোবাজারিদের সঙ্গে আমাদের অনেক কর্মচারীরা জড়িত। এবার আল্লাহ দিলে একজনও হননি।

ঈদের জামাত ঘিরে জঙ্গি হামলার শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, না না, কোনো ধরনের শঙ্কা নেই। জনগণ খুবই সচেতন। ঈদে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে, সেজন্য জনগণ যেমন সচেতন, তেমনি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও সচেতন।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
জিসিজি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।