ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘ঈদ উদযাপনে রাজশাহীতে নাশকতার আশঙ্কা নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
‘ঈদ উদযাপনে রাজশাহীতে নাশকতার আশঙ্কা নেই’ রাজশাহীর হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রোববার প্রেস ব্রিফিংয়ে কথা বলেন র‍্যাব-৫ উপ অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক

রাজশাহী: রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।

রোববার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহীর হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ঈদ জামাত আয়োজন উপলক্ষে রোববার দুপুরে সেখানে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা তল্লাশি ও মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে র‌্যাব ছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

এ সময় ঈদে সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয়টি জানিয়ে র‍্যাব-৫ উপ অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঈদ উদযাপনের লক্ষে রাজশাহী মহানগরী এবং সব জেলা-উপজেলাগুলোতে সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। রমজান মাস জুড়ে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল।

আর এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে র‌্যাব আজ ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টর দিয়ে সুইপিং তল্লাশি কার্যাক্রম পরিচালনা করেছে। তবে এখন পর্যন্ত রাজশাহীতে পবিত্র ঈদ উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই।

তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাবের বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি ঈদের ছুটি শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। ঈদের ছুটিতে সবাই যেন উৎসাহ উদ্দীপনার সঙ্গে আনন্দ উদযাপন করতে পারে; নির্বিঘ্নে তাদের গন্তেব্যে আসতে ও পৌঁছাতে পারে এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারে সেজন্য নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। র‌্যাব সর্বদাই তৎপর থাকবে। সবার নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব দৃঢ় প্রতিজ্ঞ।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে র‍্যাব-৫ উপ-অধিনায়ক বলেন, ঈদে মহানগরী ও হাইওয়েগুলো দিয়ে আন্তজেলার বাসগুলো চলাচল করে। সেগুলোতে তাদের বিশেষ চেকপোস্ট এবং টহল টিম কাজ করবে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, রাজশাহীর শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৮টায় এখানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। সে লক্ষে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এছাড়া মহানগরী জুড়ে নিরাপত্তা জোরদারে নিয়মিত পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এসএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।