ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিম ব্যবহারকারী

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিম ব্যবহারকারী

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গত দুই দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী।

রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এক ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

ফেসবুক পোস্টে তিনি গত দুই দিনে সবগুলো মোবাইল অপারেটরের হিসাব তুলে ধরেন।

এর মধ্যে শুক্রবার (২৮ মার্চ) ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সিম ব্যবহারকারী । আর শনিবার (২৯ মার্চ) ঢাকা ছাড়েন ২১ লাখ ৯৫ হাজার ৮৪টি সিমধারী ।

২৮ মার্চ ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম ব্যবহারকারী  এবং ২৯ মার্চ ৫ লাখ ৮৮ হাজার ৪ সিমধারী।

রোববার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
ইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।