ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

লাখো মুসল্লির ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর-এ শহীদ ময়দান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
লাখো মুসল্লির ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর-এ শহীদ ময়দান

বাংলাদেশের আকাশে রোববার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

ঈদের নামাজের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আয়তনের দিক দিয়ে দেশের এবং এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ শহীদ মাঠ ময়দান।

মাঠের গর্ত ভরাট, পানি দেওয়া, সবুজ ঘাসের ওপর চুন দিয়ে কাতারের দাগ টানা, মিনার ধোয়া-মোছা সম্পন্ন হয়েছে। দিনাজপুর ও আশেপাশের জেলার মুসল্লিরা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর ওয়াচ টাওয়ার ও পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ ছাড়াও ওজু করার জন্য ওজুখানা ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এবারও লাখো মুসল্লির সমাগম হবে এই ঈদের জামাতে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ২২ একর আয়তনের গোর-এ শহীদ বড় ময়দানের ৫২ গম্বুজের ঈদগাহ মিনারের সামনের মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিরা যাতে করে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো ইদগাহজুড়ে কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেই সাথে মাঠ ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি কাতারেই থাকবেন সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও গোয়েন্দা সদস্যরা।

প্রতি বছরের মতো এবারও মাঠে প্রবেশের জন্য থাকছে বেশ কয়েকটি ফটক। যেখানে মোতায়েন থাকবেন আনি-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাঠে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশি করা হবে। এ ছাড়াও থাকবে পর্যবেক্ষণ টাওয়ার। পুরো মাঠটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।

পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। আমাদের কাছে কোনো তথ্য নেই যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। প্রায় সাড়ে ৩০০ পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন থাকবেন, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে আসতে পারেন এবং নামাজ আদায় করে নিরাপদে বাড়িতে ফিরতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, মাঠে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। মুসল্লিরা যাতে করে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করে ঘরে ফিরতে পারেন, সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে প্রতি কাতারে ৫০০-৫২৫ জন করে মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এখানে প্রায় ২০০ কাতার হবে বলে আশা করা যাচ্ছে।

এশিয়ার সর্ববৃহৎ এই ঈদগাহে ঈদের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জামাতের আয়োজন করতে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।