খুলনা: খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে মুসল্লিদের ঢল নামে।
এই জামাতে ইমামতি করেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। নামাজ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জামাতে অংশ নিতে জড়ো হন মুসল্লিরা।
নামাজ শেষে মোনাজাতে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া, আহতদের জন্য সুস্থতা কামনা করা হয়। এ ছাড়া গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতার কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ ছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদরাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদে দুইটি জামায়াত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় অনুষ্ঠিত প্রথম জামায়াতে ইমামতি করেন মসজিদের খতিব হাফেজ মো. ইমরান উল্লাহ। সকাল ৯টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ মো. জাকির হুসাইন।
খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে পৃথক জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজন করা হয়। সকাল ৮টায় একটিমাত্র জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ, দেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এমআরএম/আরএইচ