বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত এলাকায় জামাল হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (৩১ মার্চ) রাত ১২টার দিকে শার্শা উপজেলার বালুন্ডা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় লাশের পাশে একটি মোটরসাইকেল ও কয়েকটি লাঠি পাওয়া যায়।
জামাল কলারোয়া থানার কাধপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, জামাল ও তার ভাই জাহিদ কাধপুর গ্রামের মিন্টু নামের এক মাদক ব্যবসায়ীর হয়ে কাজ করতেন। তাদের কয়েকদিন আগে মাদক ব্যবসায়ী মিন্টুর মালামালসহ পুলিশ আটক করে। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে গতকাল সন্ধ্যায় জাহিদ তার ভাই জামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাত সাড়ে ১২টার দিকে জামালের ফোন নম্বর থেকে পুলিশ ফোনকল করে স্বজনদের তার মৃত্যুর খবর জানায়। স্বজনদের ধারণা, মাদক কারবারি মিন্টু ও জাহিদ মিলে দেশীয় অস্ত্র দিয়ে জামালকে পিটিয়ে হত্যা করেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রবিউল ইসলাম জানান, গতকাল রাতে বালুন্ডা গ্রামের মাঠে জামালের লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরিবারের কথা অনুযায়ী ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার কোন্দলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এইচএ