যশোর: যশোরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই দল তরুণের সংঘর্ষে প্রাণগেল এক তরুণের।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন রাত সাড়ে ৮টার দিকে পাগলাদহ এলাকায় এই ঘটনা ঘটে।
সংঘর্ষে পাঁচজন ছুরিকাহত হয়। এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ছুরিকাহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায় আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা ছুরি নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। এতে অন্তত পাঁচজন গুরুতর জখম হয়। তাদের দ্রুত জেনারেল হাসপাতালে আনেন এলাকাবাসী।
ছুরিকাহতরা হলেন ওই এলাকার হৃদয় হাসানের ছেলে অনিক (২২), বহর আলীর ছেলে আরিফ (১৭), রিপনের ছেলে আপন (১৭), লুৎফর মোল্লার ছেলে রিপন (৪০) এবং সাইদের ছেলে শামিম (১৭)।
এদের মধ্যে অনিক হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত রাত ১০টার দিকে বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। পুরো ঘটনা বোঝার চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
এমএম