ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়িতে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর চাপায় আরিফ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
চাচতো ভাই ইব্রাহিম হোসেন জানান, তারা দুই ভাই সারাদিন হ্যাচারি কমপ্লেক্সের ভেতরে আখের রস বিক্রি করে বাড়িতে ফিরছিলাম। ফুলবাড়ি নামক স্থানে পৌঁছানোর পর সড়কের উপরে ভাঙা খাদে গাড়ির সামনের চাকা পড়ে যায়। সে সময় আরিফ ধাক্কা খেয়ে পড়ে গেলে গাড়ির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো অবগত করেনি। অবগত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
এমএম