ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মিয়ানমারে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
মিয়ানমারে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের দল

ঢাকা: মিয়ানমারে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিশেষ বিমানে সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের এই উদ্ধারকারী দল ঢাকা ত্যাগ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের নেতৃত্বে তিনজন অফিসার ও সাতজন ফায়ারফাইটার এই উদ্ধারকারী টিমে রয়েছেন।

এর আগেও ২০২৩ সালে তুরস্কের ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।