ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চাচার হাঁসুয়ার কোপে প্রাণ গেল ভাতিজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
চাচার হাঁসুয়ার কোপে প্রাণ গেল ভাতিজার

রাজশাহী: ঈদের ছুটিতে বেড়াতে এসে চাচার ধারালো হাঁসুয়ার কোপে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এই খুনের ঘটনা ঘটে।

ঘটনার পর চাচা পালিয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তিনি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। ঘটনার পরপরই তার চাচা রবিউল ইসলাম (৩০) বাড়ি ছেড়ে পালিয়েছেন।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, কাওসার আহমেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চাচা রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে কাওসার আহমেদকে কুপিয়ে আহত করেন। এরপর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোদাগাড়ী উপজেলার ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি জানান, রামেক হাসপাতালে নেওয়ার পথেই কাওসারের মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ ঘটনার পর রবিউল ইসলাম বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।