ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ধূমপান নিয়ে বিবাদ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
ধূমপান নিয়ে বিবাদ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ ও ১১নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে ধূমপান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

 

আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।

প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

স্থানীয়রা জানায়, পৌর এলাকার রান্ধুনীমুড়া ডিগ্রি কলেজ মাঠে ৩১ মার্চ সোমবার বিকেলে ধূমপান করা নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মাঝে কথাকাটাটি হয়। এ বিষয়টি দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এদের মধ্যে হাবিব, রিয়াদ, নাইম, আলাউদ্দিন, সবুজ, রাব্বিসহ আরো বেশ কয়েকজন ছিলো।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।