দিনাজপুর: দিনাজপুরে আরিফ হোসেন (২৮) নামে এক মাদককারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এর আগে তাকে ডিম দিয়ে ভাত খাওয়ানো হয়।
বুধবার (২ এপ্রিল) সকালে জেলার সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের দানিহারি ঢোলডাঙ্গা এলাকায় আরিফ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক আরিফ একই এলাকার মৃত আইয়ুব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকেই মাদকের কারবার করে আসছিলেন আরিফ। অনেকবার সতর্ক করার পরেও তিনি মাদক বিক্রি ছাড়েননি। আজকে সকালে স্থানীয়রা তাকে ৯ পিস ফেনসিডিলসহ আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
মাদক নির্মূলে এলাকাবাসী এক জোট হয়ে কাজ করছে বলেও জানান স্থানীয়রা।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, স্থানীয়রা এক মাদককারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করে। আইনি প্রক্রিয়া শেষে আজকে তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এসএএইচ