ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

পদ্মার এক রুই বিক্রি হলো ৪৩ হাজার টাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, এপ্রিল ৩, ২০২৫
পদ্মার এক রুই বিক্রি হলো ৪৩ হাজার টাকায়

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বিশাল এক রুই মাছ।  

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টায় দৌলতদিয়া মাছ বাজারে মাছটি নিলামে তোলা হয়।

জানা গেছে, জেলেরা ভোরে পদ্মা নদী থেকে ১৩ কেজি ওজনের রুই মাছটি ধরে। পরে তারা মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসে। এ সময় রিয়াজের মাছ আড়তে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা দরে মোট ৪১ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় কিনেছি। পরে খুলনার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪২ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, পদ্মা নদীতে এখন পানি কমেছে এজন্য জেলেদের জালে প্রায়ই বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।