ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রান্ত চন্দ্র বর্মন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।  

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত প্রান্ত চন্দ্র বর্মন (২০) নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কে একটি বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা প্রান্ত চন্দ্র বর্মন (২০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সেখানে গিয়ে প্রান্ত চন্দ্র বর্মনের মরদেহ শনাক্ত করে পরিবারের লোকজন। পুলিশ মরদেহ উদ্ধার করে কটিয়াদী মডেল থানায় নিয়ে যায়।

কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ