ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী নারীর মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীর একটি বহুতল ভবন থেকে পড়ে ফারিহা নাজনীন রিসতা (৩৫) নামে আমেরিকা প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিসতা এ ভবনের সাততলায় মায়ের সঙ্গে থাকতেন। তিনি এ ভবনের আটতলা থেকে পড়ে যান। কয়েক মাস আগেই তিনি দেশে এসেছিলেন। তবে পুলিশ বলছে, ফারিহার মানসিক সমস্যা ছিল। ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী। মা, ছোট বোন ও ছোট বোনের স্বামী রাজশাহীতে থাকেন।

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল মালেক জানান, ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকায় পাড়ি জমান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহীতে নিজেদের ফ্ল্যাটে থাকছিলেন। রোববার তিনি ছাদে উঠলে সেখান থেকে ভবনের সামনের সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর ফারিহা মানসিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্যকিছু তা এখন খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান, মতিহার থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।