কক্সবাজার: মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ এলাকায় মাছ শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত হলেন, মো. ফিরোজ (৩০)। তিনি টেকনাফের হোয়াইক্যং আমতলী এলাকার মো. আলী আহমদের ছেলে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দুপুরের দিকে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং বিওপির আওতাধীন নাফ নদীর দেশীয় উপকূল থেকে দক্ষিণ-পূর্ব দিকে জলসীমা শূন্য লাইন থেকে মিয়ানমার জলসীমার আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে ওই জেলে মাছ শিকারে গেলে সেখানে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণ হয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনতার সহায়তায় আহত জেলেকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরআইএস