ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল-গণজমায়েত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল-গণজমায়েত বিক্ষোভ মিছিল-গণজমায়েত

নীলফামারী: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মানুষ এক কাতারে হয়ে এই মিছিল ও গণজমায়েতে অংশ নেন।

 

সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর সর্বস্তরের মানুষ ইসরাইলের ফিলিস্তিন আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। সবাই দোকানপাট বন্ধ করে প্রতিবাদ মিছিলে অংশ নেন।  

এসময় ফিলিস্তিন ফিলিস্তিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে সৈয়দপুরের আকাশ বাতাস। সংহতি জানিয়ে ব্যাংক, বিমা, বিভিন্ন অফিস, দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। প্রতীকী কফিন ও হাতে ফিলিস্তিন পতাকা নিয়ে মিছিল করেন তৌহিদি জনতা।  

মিছিলটি জিআরপি মোড় থেকে বের হয়ে সৈয়দপুর প্লাজা রোড. পাঁচ মাথা মোড়, শহীদ ডা. জিকরুল হক সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিআরপিতে এসে শেষ হয়। গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সেখানে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ মিছিল ও গণজমায়েতের আয়োজন করে সৈয়দপুরের সর্বস্তরের সাধারণ জনগণ।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।