ঢাকা: গাজায় ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এ সময় ‘ইসরায়েল তুই জঙ্গি, আমেরিকা তোর সঙ্গী’ ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ফ্রি ফিলিস্তিন’, ‘সেভ ফিলিস্তিন’, নারায়ে তাকবির আল্লাহু আকবার’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন।
এ বিক্ষোভ কর্মসূচি থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিভিন্ন পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরকেআর/আরআইএস