বেনাপোল (যশোর): ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড কাভার্ডভ্যান আমদানি করবে বাংলাদেশ সেনাবাহিনী। যার দুটি চালানে ২০টি রেফ্রিজারেটেড কাভার্ডভ্যান দেশে এসে পৌঁছেছে।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ১০টি ও আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে ১০টি রেফ্রিজারেটেড কাভার্ডভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকি ২০টি কাভার্ডভ্যান প্রবেশ করবে।
রেফ্রিজারেটেড কাভার্ডভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রপ্তানিকারক ভারতের অশোক লিলেন লিমিটেড।
২০টি রেফ্রিজারেটেড কাভার্ডভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে ৫ লাখ ১২ হাজার ১০৬ ইউ এস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজেস্টিক।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, দুইটি চালানে ভারত থেকে আমদানিকৃত ২০টি রেফ্রিজারেটেড কাভার্ডভ্যান বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ জুলাই বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করেছিল।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএ