ঢাকা: সম্প্রতি রাশিয়ার ইকেতেরিনবুর্গের ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ‘অ্যাটমস্কিলসের দশম চ্যাম্পিয়নশিপে’ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন পেশাদার পাঁচ বাংলাদেশি।
এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, চীন, তুরস্ক, মিসর, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তান, বেলারুশ, ইন্দোনেশিয়া, ভারত, কাজাখস্তান ও রাশিয়ার দুই হাজারের অধিক পেশাদার এবং শিক্ষার্থী ৪৪টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজয়ী পাঁচ বাংলাদেশিরা হলেন, ওয়েল্ডিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন আব্দুল খালেক এবং তার দল, একই ক্যাটাগরিতে ব্যক্তিগতভাবে রানারআপ আব্দুল সাত্তার এবং কংক্রিট কনস্ট্রাকশন ক্যাটাগরিতে তৃতীয় স্থান লাভ করেছেন সালাউদ্দীন মো. নাজমুল হুদা, আলী কাওসার ও আহমেদ রবিন।
সেভেরদভস্ক অঞ্চলের অ্যাকটিং গভর্নর ডেনিস পাসলার বলেন, এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে শিল্পের গুরুত্ব তুলে ধরা এবং নগর উন্নয়নে অবদান রাখছেন এমন এমপ্লয়িদের কাজের মূল্যায়ন করা হয়ে থাকে। তরুণ পেশাদারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের পেশার সম্মান বাড়ানোর সুযোগ দিচ্ছে অ্যাটমস্কিলস।
পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের ১৬টি ডিভিশন ও কোম্পানি, দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা অংশগ্রহণকারীরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় ও কলেজের সংখ্যা ছিল ৭০টি, যা এখন পর্যন্ত একটি রেকর্ড। প্রথাগত বিভিন্ন পেশাভিত্তিক ক্যাটাগরি যেমন ওয়েল্ডিং প্রযুক্তি, প্রকৌশল নকশা, কম্পোজিট টেক প্রযুক্তি, শিল্প অটোমেশন, সফটওয়্যার রোবোটিক্স ইত্যাদি ছাড়াও নতুন ফরমেটে আরও দুটি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।
চারটি মূল থিমের ভিত্তিতে এবারের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়, ক্যারিয়ার গাইডেন্স, পেডাগোজি, এইচআর এবং প্যারেন্টিং। অংশগ্রহণকারীদের জন্য কনফারেন্স, ফোরাম, ওয়ার্কশপ, লেকচার, অ্যানালিটিক্যাল অ্যান্ড প্রোজেক্ট সেশন, প্রেজেন্টেশন ইত্যাদি আয়োজন করা হয়। পেশাগত দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর জন্য বেশ কিছু উদ্ভাবনী বিষয় এবারের আসরে যুক্ত করা হয়। উদাহরণস্বরূপ, ওয়েল্ডিং প্রযুক্তির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এবারের আসরে প্রথমবারের মতো থিমভিত্তিক একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এসকে/এএটি