ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, তিস্তা প্রকল্পে ভারত বা চীন—যাদের কাছ থেকে বেশি সহযোগিতা পাওয়া যাবে, তাদের সঙ্গেই বাংলাদেশ কাজ করতে প্রস্তুত।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তৌহিদ হোসেন বলেন, তিস্তার পানিবণ্টন একটি জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। তবে, আমরা এই বিষয়ে খোলামেলা আছি। ভারতের সঙ্গে সহযোগিতা করা সম্ভব, আবার চীনের সঙ্গেও সম্ভব। কারও সঙ্গেই কোনো বাধা নেই। আমরা দেখবো কোন প্রকল্পটি আমাদের জন্য সহজ হবে এবং সে অনুযায়ী কাজ করা হবে।
চীন এবং বিমসটেক সম্মেলনের ফাঁকে তিস্তা পানি নিয়ে আলোচনা অগ্রগতির বিষয়ে তিনি বলেন, অগ্রগতি সময়সাপেক্ষ। হঠাৎ করেই আমরা আশা করছি না যে, কেউ এসে এটি দ্রুত সমাধান করে দেবে। তিস্তার পানিবণ্টন একটি জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মৌসুমের সময়। আমরা এ বিষয়ে উন্মুক্ত রয়েছি।
অপর এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দুই প্রতিনিধি ঢাকা সফর করবেন।
বাংলাদেশ সময়: ২০৪৬, ৮ এপ্রিল, ২০২৫
টিআর/এমজে