ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রেস্তোরাঁয় হামলার ঘটনায় তীব্র নিন্দা মালিক সমিতির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
রেস্তোরাঁয় হামলার ঘটনায় তীব্র নিন্দা মালিক সমিতির

ঢাকা: ফিলিস্তিনের গাজায় গণহত্যা, ইসরায়েলি চলমান হামলার প্রতিবাদ ও দেশটির পণ্য বয়কটের দাবিতে দেশের বিভিন্ন জেলায় আয়োজিত বিক্ষোভের আড়ালে রাজধানীসহ নানা স্থানে রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও দেশের বিভিন্ন স্থানে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণ করে। কিন্তু পরিতাপের বিষয়, সেই সুযোগকে পুঁজি করে কিছু দুর্বৃত্ত ও সন্ত্রাসী রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড ঘটিয়েছে। এতে দেশের রেস্তোরাঁ খাতের মালিকরা চরম ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশি পণ্য বর্জনের নামে দেশের ভেতরে যারা সহিংসতা চালিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শান্তিপূর্ণ আন্দোলনের অপব্যাখ্যা ও অপপ্রয়োগ।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে—

বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি এ ধরনের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানানো হচ্ছে।

সমিতি আরও জানায়, তারা দেশের আইন ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল। তবে সহিংসতার মাধ্যমে কোনো দাবি আদায় করা সমর্থনযোগ্য নয়। ধ্বংস হওয়া সম্পদের যথাযথ মূল্যায়ন করে মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য টহল পুলিশিং বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথাও বলেছে সমিতি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।