ঢাকা, সোমবার, ১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মৌমাছিকে চিনি খাইয়ে মধু তৈরি! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
মৌমাছিকে চিনি খাইয়ে মধু তৈরি! 

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে মৌমাছিকে চিনি খাইয়ে মধু তৈরির দায়ে মোস্তফা মল্লিক নামে এক মৌচাষিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদারবাড়ি এলাকায় স্থাপনকৃত মৌ খামারে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।

 

আব্দুল্লাহ আল রিফাত বলেন, মৌবাক্সে চিনি দিয়ে মধু তৈরির গোপন সংবাদের ভিত্তিতে সরাসরি মৌখামারে অভিযান চালানো হয়। এসময় মৌচাষি মোস্তফা মল্লিককে মৌবাক্সে চিনি দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। এসময় জরিমানা পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।  

অভিযান পরিচালনার সময় বনবিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির উপস্থিত ছিলেন।

খামারিদের কাছ থেকে জানা যায়, বা‌ক্সে ২৫০ গ্রাম চি‌নি দি‌লে, তা খে‌য়ে মৌমাছি এক-দেড় কে‌জি মধু উৎপাদন ক‌রে। মৌমা‌ছি‌কে অফ সিজ‌নে চি‌নি খাওয়া‌নোর বৈধতা আছে খামামি‌দের ক্ষে‌ত্রে। কিন্তু এখন ফু‌লের মৌসুম, এখন চি‌নি খাওয়া‌নোয় জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।