ঝালকাঠির নলছিটি উপজেলার ‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান হাওলাদারকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সদস্যরা।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের মিনিপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজান নলছিটির নাচনমহল ইউনিয়নের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। মিজান দীর্ঘদিন ধরে ক্যাসিনোর সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিআর মামলা নম্বর ২০৫/২৩ (কাউনিয়া) এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মিজানের এক বছরের সাজা হয়। তবে মিজান পলাতক ছিলেন। গোপন সংবাদ পেয়ে শনিবার সকালে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসআরএস