ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ১০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ১০  প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটকদের মধ্যে আট নারী ও দুজন পুরুষ রয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।  

আটকরা হলেন- টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাপাইদ গ্রামের আব্দুল বাছেদের ছেলে আনোয়ার হোসেন (৩৩) ও মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের ধ্রুপেন সরকারের ছেলে অনিক সরকার (১৯)। আটক আট নারীর পরিচয় আইনি কারণে প্রকাশ করেনি বিজিবি।  

বিজিবি জানিয়েছে, শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার মো. ফেরদৌস আলীর নেতৃত্বে অভিযানে আনোয়ারসহ পাঁচ নারীকে আটক করা হয়। একই দিন বিকেলে ওই উপজেলার কুসুমপুর বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানে অনিক এবং অপর এক অভিযানে খোসালপুর বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তিন বাংলাদেশি নারীকে আটক করা হয়। আটকদের কাছ থেকে কিছু ফেনসিডিল জব্দ করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা এতথ্য নিশ্চিত করে জানান, আটক দুই বাংলাদেশির নামে মামলা দায়েরের মাধ্যমে আদালতে তাদের সোপর্দ করা হবে। এছাড়া আটক আট নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।