শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ কোটি টাকা মূল্যের আটটি ড্রেজার জব্দ করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এতথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর ওই উপজেলার পদ্মা নদী রক্ষাবাঁধের বামতীর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ড্রেজার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পদ্মা নদীর নড়িয়ার বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। স্থানীয়দের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত চালায় উপজেলা প্রশাসন। এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটটি ড্রেজার জব্দ করে পদ্মার পাড়ে নিয়ে আসা হয়।
নড়িয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও নৌপুলিশের সহযোগিতায় আমরা অভিযান চালিয়ে আটটি ড্রেজার জব্দ করে পাড়ে নিয়ে এসেছি। তবে ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া তাদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসআরএস