ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মার্চ ফর গাজা: ফিরতি পথেও স্লোগান-মিছিলে উজ্জীবিত জনতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
মার্চ ফর গাজা: ফিরতি পথেও স্লোগান-মিছিলে উজ্জীবিত জনতা

ঢাকা: ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড ছোট বড় অসংখ্য মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ।

সরেজমিনে দেখা যায়, সমাবেশ শেষে অসংখ্য মানুষ শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে প্রচণ্ড গরম উপেক্ষা করে পায়ে হেঁটেই বাড়ি ফিরছেন।

ফিরতি পথে ফিলিস্তিনের গাজার প্রতি সংহতি জানিয়ে বিপুল সংখ্যক মানুষকে মিছিল করতে দেখা যায়।  

এসময় জনতা দীর্ঘ যাত্রা পথের ক্লান্তি ভুলে নারায় তাকবির, আল্লাহ আকবর, তুমি কে, আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরায়েলের দোসররা, হুশিয়ার সাবধান, ফ্রি ফ্রি ফিলিস্তিন আরও অসংখ্য স্লোগান দিতে দেখা যায়।
 
মিছিল থেকে গাজার পক্ষে অবস্থান ও ইসরায়েলের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন ফিরতি পথের উজ্জীবিত জনতা।

মিরপুর থেকে সমাবেশে আসা এক শিক্ষার্থী জনি আহমেদ বলেন, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি বাহিনীর নির্যাতন, হামলা ও দখলদারিত্বের শিকার হয়ে আসছে, কিন্তু আমরা মুসলিম হিসেবে কিছুই করতে পারছি না। আজ অন্তত সুযোগ এসেছে আমরা যে তাদের পাশে আছি- এটা জানানোর। আমাদের সমর্থন ও প্রতিবাদ জানানো শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছি। আজকে অনেক মানুষ এসেছে প্রতিবাদ জানাতে।  
 
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. মুস বলেন, আজকে দল মত নির্বিশেষে দল বেঁধে মানুষ এসেছে, যেন এক জনসমুদ্র। সবার কণ্ঠে স্লোগান, আর ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। মুসলিম হিসেবে অন্য মুসলিমদের পাশে আমরা আছি তা জানাতে আমরা এখানে এসেছিলাম। এখন রিকশায় করে ফিরছি বাসা।

এর আগে শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি উপলক্ষে গণজমায়েত শুরু হয়।  

গণ জমায়েতের সভাপতিত্ব করেন বায়তুল মোকাররমের খতিব মওলানা মোহাম্মদ আবদুল মালেক।  

কর্মসূচিতে অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী, আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহদুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, বাংলাদেশ খেলাফল মজলিশের আমির মওলানা মো. মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নিরাপদ সড়ক চাই- এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দল মত নির্বিশেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকেন।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
আরকেআর/এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।