ঢাকা, সোমবার, ১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পহেলা বৈশাখে উদীচীর লোকসংস্কৃতি উৎসব ও বৈশাখী আড্ডা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
পহেলা বৈশাখে উদীচীর লোকসংস্কৃতি উৎসব ও বৈশাখী আড্ডা

ঢাকা: পহেলা বৈশাখ উপলক্ষে লোকসংস্কৃতি উৎসব ও বৈশাখী আড্ডার আয়োজন করেছে উদীচী বাংলাদেশ শিল্পী গোষ্ঠী।

শনিবার (১২ এপ্রিল) উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে পহেলা বৈশাখ সকাল সাড়ে আটটা থেকে দিনব্যাপী উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সত্যেন সেন চত্বরে (১৪/২ তোপখানা রোড, ঢাকা, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) লোকসংস্কৃতি উৎসব ও বৈশাখী আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।  

সকাল ৮টা ৩০ মিনিটে যন্ত্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর লোকগান, নৃত্য, আবৃত্তি ইত্যাদি পরিবেশিত হবে।

উদীচী চত্বরে থাকবে চারু ও কারুপণ্যসহ বৈশাখী মেলার আয়োজন। দুপুরের বিরতীর পর আবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে শিল্পীদের পরিবেশনা।

বর্ষবরণ অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
আরকেআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।