ফরিদপুর জেলার সদরপুরের আকটেরচর ইউনিয়নে আকটেরচর ডায়াবেটিস নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এ নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আকটেরচর ডায়াবেটিস নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, এ রকম মহৎ উদ্যোগের পাশে তিনি সবসময় থাকতে চান এবং এই এলাকার জনসাধারণের স্বাস্থ্য সেবায় আকটেরচর ডায়াবেটিস নিরাময় কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব মিয়া বলেন, তার নিজ জন্মভূমিতে এরকম একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নিজ এলাকার মাটি ও মানুষের সেবা করার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকবেন।
এ সময় অনুষ্ঠানে সদরপুরের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক ডা. ওয়াজেদ জামিল, ভিশন আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
চিকিৎসকগণ সারাদিনে মেডিসিন ও চোখের রোগে আক্রান্ত প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেন।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরএ