ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরি করার অভিযোগ তুলে তিন নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সোমবার (১৪ এপ্রিল) বিকেলে সুমন দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক সুমন আখাউড়া পৌর শহরের রেল কলোনি এলাকার মৃত নারায়ণ দাসের ছেলে। এ ঘটনায় বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া সড়ক বাজারের হাজী নূর মার্কেটের একটি দোকান থেকে ওই তিন নারীর বিরুদ্ধে চুরি করার অভিযোগ তোলেন এস এম ইলেকট্রিক কর্নার’ নামে একটি দোকানের মালিক সুমন দাস ও তার সহযোগী ‘মা টেলিকম’-এর মালিক মো. রাব্বি। পরে ওই তিন নারীর মাথার চুল কেটে দেওয়া ও মারধর করা হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে চরম ক্ষোভ দেখা দেয় সাধারণ মানুষের মাঝে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে সুমন দাস নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরএ